বিজেপির নম্বরে নেটফ্লিক্স ও যৌনতার হাতছানি
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০, ১৯:০৮
নাগরিকত্ব সংশোধনী আইন ভারতীয় সংসদে পাশ হওয়ার পর থেকে তা নিয়ে উত্তাল দেশ। বিরোধী রাজনৈতিক দল থেকে ছাত্রসমাজ পথে নেমে আন্দোলন করছে। বসে নেই কেন্দ্রের শাসকদল বিজেপিও। তারা অভিনব উপায়ে নাগরিকত্ব আইনের পক্ষে সমর্থন জোগাড়ে লেগে পড়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি নম্বর জনসমক্ষে এনেছেন। সেই নম্বরে মিসড কল দেওয়ার জন্য তিনি দেশবাসীকে আহবান জানিয়েছেন। এই মিসড কলের অর্থ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতি সমর্থন জানানো। তাঁর ঘোষণার পরই ওই নম্বর ঘিরে নেটদুনিয়ায় আজব কাণ্ড ঘটছে।