আবারও ১০ টাকার টিকিটে প্রধানমন্ত্রীর চোখের চিকিৎসা
১০ টাকার টিকিট কেটে সাধারণ রোগীদের মতো আবারও চোখ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা সেবা নেন তিনি। এসময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন। এ বিষয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা চ্যানেল আই অনলাইনকে বলেন: প্রধানমন্ত্রীর চোখ ভালো আছে। তিনি রুটিন চেকআপের জন্য এসেছিলেন। এখানে চোখের চিকিৎসার সব আধুনিক যন্ত্রপাতি রয়েছে আমরা সেসব দিয়েই প্রধানমন্ত্রীর চোখের পরীক্ষা করেছি। উনাকে নতুন চশমা দেয়া হয়েছে। বিজ্ঞাপন সেসময় উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দীন মোহাম্মদ, অধ্যাপক দুরুল হুদা, ডা. গোলাম মোস্তফা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। এর আগে গত বছরের ১৯ আগস্ট জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চোখ দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার আগে গত ১৯ এপ্রিল শেরে-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখিয়েছিলেন শেখ হাসিনা।