কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিপিএলে তিন বলে চার উইকেট!

ঢাকা টাইমস প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০, ১৭:২৪

বঙ্গবন্ধু বিপিএলের প্লে-অফের স্বপ্ন আগেই শেষ হয়েছে। নিয়ম রক্ষার ম্যাচে প্লে-অফের টিকিট কাটা ঢাকা প্লাটুনের বিরোধিতা করছে রংপুর রেঞ্জার্স। নিয়মরক্ষার ম্যাচেও রংপুরের ব্যাটসম্যানদের দায় সারা ব্যাটিং করতে দেখা গেছে। শুরু থেকে শেষ অবধি ঢাকার বোলারদের তোপে ক্রিজে বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হতে পারেনি রেঞ্জার্স ব্যাটসম্যানরা, এমনকি শেষ ওভারের শেষ তিন বলে চার উইকেট হারিয়ে মাত্র ১ রান সংগ্রহ করে রংপুরের ব্যাটসম্যানরা। শুনতে অদ্ভুত মনে হলেও এমনি ঘটনার জন্ম দিয়েছেন রংপুরের খেলোয়াড়রা। শেষ তিন বলে রংপুরের রানের খাতায় ৪ উইকেটের বিনিময়ে যোগ হয় ১টি মাত্র রান, সেটিও ওয়াইডের বদৌলতে। যার ফলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৪৮ রান। থিসারা পেরেরার করা ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে স্কুপ খেলার চেষ্টা করতে গিয়ে বোল্ড আউট হন জহুরুল হক। পরের বলে উইকেটে আসেন তাসকিন আহমেদ। থিসারার করা ইয়র্কার সামলাতে না পেরে আবারও বোল্ড হন তাসকিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও