![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019December/mahi-2001061146.jpg)
কৃষিতে মনযোগী সাইমন-মাহি!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২০, ১৭:৪৬
সুজলা সুফলা, শস্য-শ্যামলা অপরূপ অনিন্দ্য সুন্দর বাংলাদেশ। জীবন জীবিকার জন্য এদেশের জনগণ ও অর্থনীতি মূলত কৃষির ওপর নির্ভরশীল। বর্তমানে কৃষিতে কর্মসংস্থান গড়ার কাজে মনযোগ দিয়েছেন দেশের শিক্ষিত যুবসমাজও। এবার কৃষি কাজে মনোযোগী হলেন দুই তারকা সাইমন সাদিক ও মাহিয়া মাহি! ঢাকাই সিনেমার এই দুই তারকা সোমবার ক্ষেতে ধানের চারা রোপণ করেছেন তারা। জানা গেছে, কিশোরগঞ্জের নিকলি হাওর এলাকার একটি ক্ষেতে ধানের চারা রোপন করেন তারা। তবে বাস্তবে তার কৃষি কাজে মনযোগী হননি। কিশোরগঞ্জ নিকলিতে শনিবার থেকে শুরু হয়েছে সাইমন সাদিক ও মাহি অভিনীত ‘আনন্দ অশ্রু’র শুটিং।