You have reached your daily news limit

Please log in to continue


ভ্যাকুয়াম ক্লিনারে ভূত, ১৫ বছর পর কান জয় করল থাইল্যান্ড

থাইল্যান্ডের চলচ্চিত্র ‘পি চাই ডাই কা’ কান চলচ্চিত্র উৎসবের ক্রিটিকস’ উইক বিভাগে গ্র্যান্ড প্রি (সর্বোচ্চ পুরস্কার) জিতে নিয়েছে। এটি এই বিভাগে বিজয়ী প্রথম থাই চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়েছে। ছবিটির ইংরেজি নাম ‘অ্যা ইউজফুল ঘোস্ট’।

রচপুন বুনবুনচাচোক পরিচালিত এই স্বাধীন প্রযোজনাটি একদিকে যেমন হাস্যরসাত্মক ও ভৌতিক গল্পে ভরা, তেমনি এর ভিতরে লুকিয়ে আছে থাইল্যান্ডের রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গে একটি তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক উপস্থাপন। গল্পে দেখা যায়, এক স্ত্রী মৃত্যুর পর ভূত হয়ে ফিরে আসে। তার স্বামীর সঙ্গে বসবাস শুরু করে একটি ভ্যাকুয়াম ক্লিনারে ভর করে।

এই অভিনব এবং পাগলামি মিশ্রিত কাহিনী আসলে রাজনৈতিক সহিংসতাকে তুলে ধরেছে শক্তিশালী রূপক হিসেবে। দর্শকদের হাসির মাঝে ভাবনার খোরাক যোগায় ছবিটি।

এই অর্জন দিয়ে কান চলচ্চিত্র উৎসবে থাইল্যান্ডের সিনেমা ১৫ বছর পর আবারও সাফল্য পেল। এর আগে ২০১০ সালে থাইল্যান্ডের বিখ্যাত পরিচালক আপিচাতপং উইরেসেতাকুল ‘আংকেল বুনমী হু ক্যান রিকল হিজ পাস্ট লাইভস’ চলচ্চিত্র দিয়ে কানের মূল প্রতিযোগিতায় সর্বোচ্চ সম্মান ‘পাম দ’অর’ জিতেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন