মার্কিন সেনাদের আর থাকতে দিতে চান না ইরাকের এমপিরা
বণিক বার্তা
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২০, ১০:০৪
২০০৩ সালে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাতে বহুজাতিক বাহিনীর অভিযানের মধ্য দিয়ে ইরাকে ঘাঁটি গাড়ে যুক্তরাষ্ট্রের সৈন্যরা। ২০০৭ সাল থেকে কয়েক দফায় সৈন্য প্রত্যাহার শুরু হলেও এখনো দেশটিতে ৫ হাজার মার্কিন সৈন্য রয়ে গেছে। গেল শুক্রবার মার্কিন বাহিনীর হামলায় ইরানি সেনা কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে শুরু হয় নতুন উত্তেজনা। এরই পরিপ্রেক্ষিতে ইরাক থেকে মার্কিন সেনাদের দেশ থেকে বের করে দিতে একটি প্রস্তাব পাস হয়েছে ইরাকের পার্লামেন্টে।