![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/06/d9b776cd0e62945eebb718defb1e9267-5e1224d9102be.jpg?jadewits_media_id=1498509)
মার্কিন সেনারা ইরাকে থাকতে পারবে না
প্রথম আলো
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২০, ২৩:৫৬
ইরাকে মার্কিন কিংবা কোনো বিদেশি সেনা থাকতে পারবে না। আজ রোববার দেশটির পার্লামেন্ট এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। রাজধানী বাগদাদে গত শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর এই প্রস্তাব পাস করা হলো।