কবে দেখা মিলবে বিউটি সার্কাস

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২০, ১৯:২৭

বাংলাদেশের ঐতিহ্যবাহী সার্কাস শিল্প নিয়ে নির্মিত প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। ২০১৬ সালে ফেব্রুয়ারিতে শুরু হয় এর দৃশ্যধারণের কাজ। এরপর চার বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি ছবিটি। আদৌ কি মুক্তি মিলবে ছবিটির? এমন প্রশ্ন অনেকের। তবে নির্মাতা জানালেন আসছে বৈশাখে ছবিটি মুক্তি দেয়া হবে। দু্ই বাংলার ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান অভিনীত ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা মাহমুদ দিদার। এ নির্মাতা বলেন, বর্তমানে ছবিটির ডাবিংয়ের কাজ চলছে। কয়েকদিনের মধ্যে আশা করছি ডাবিং শেষ হবে। এরপর ছবিটি সেন্সরে জমা দেয়া হবে এক মাসের মধ্যেই। সব ঠিক থাকলে বাংলা নববর্ষে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা আছে। বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা আছে জয়ার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও