২০২০ সালের প্রত্যাশা উচ্চশিক্ষার ভুবনে
আজ বৃহস্পতিবার। ২০২০ সালের পহেলা দিন। মঙ্গলবার ছিল ২০১৯-এর শেষ দিন। বুধবার ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে অরুণোদয়ের অগ্নিসাক্ষী হয়ে থাকল নতুন বছরটি। বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনা, আনন্দোজ্জ্বল আর স্মৃতিকাতর বছর ২০২০ সাল। এ বছরই দেশব্যাপী পালিত হবে বাংলাদেশের স্থপতি, রূপকার ও স্বাধীনতার ঘোষক বাঙালি জাতির নয়নমণি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। বছরটা তাই পরিচিতি পাবে ‘মুজিববর্ষ’ নামে। এ কারণে ২০২০ সাল সব বাঙালির স্মৃতির পটে গেঁথে থাকবে চিরকাল জাতির পিতার অবিস্মরণীয় অবদান স্মরণে। অনেক কিছুর সঙ্গে জাতির জনক স্বপ্ন দেখেছিলেন স্বাধীন দেশটাকে একটি সুখী-সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে, যা হবে অশিক্ষামুক্ত এবং সুশিক্ষিত দক্ষতাসম্পন্ন যোগ্য মানুষের আবাসভূমি। তাঁর স্বপ্ন পূরণ তিনি করতে পারেননি, সে সময়টা তাঁকে দেয়নি স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি কুচক্রী মহল। তবে তাঁর স্বপ্ন পূরণে তত্পর হয়েছেন তাঁরই যোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশের বিভিন্ন সেক্টরের অভাবনীয় উন্নয়নের ন্যায় শিক্ষাক্ষেত্রেও হয়েছে দৃশ্যমান অগ্রগতি, বিশেষ করে উচ্চশিক্ষায়।