কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টোয়েন্টি টোয়েন্টি রেজুলুশন : মন্ত্রী হব না

দেশ রূপান্তর ড. এম এ মোমেন প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২০, ১২:১৯

আমি খুব ভালো করে জানি শিরোনামটি পড়ার পরই আমার শত্রু-মিত্র নির্বিশেষে সবাই একবাক্যে ঈশপের গল্পের খেঁকশিয়ালের মতো বলে উঠবেন : আঙুর ফল টক। এ কথা যারা বলবেন, তাদের অধিকাংশই মধুমেহ রোগগ্রস্ত, দক্ষতার সঙ্গে তারা শুধু সুগার ডিসচার্জ করে থাকেন। তারা এটাও জানেন চিনি, মিছরি, বাতাসা ও চমচমের মতোই মিষ্টি আঙুর তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলটা টক হলেই বরং নিরাপদ এবং সুপথ্য। শেয়ালরা ডায়াবেটিসের তোয়াক্কা করে না, তা ছাড়া শেয়ালদের সম্ভবত মন্ত্রিশাসিত রাষ্ট্রও নেই। গল্পকার ঈশপ শেয়াল, ইঁদুর, কাক, সিংহ, বাঘ, ভালুক, বাঘ, মিথ্যাবাদী রাখাল নিয়ে গল্প বলেছেন; মন্ত্রী নিয়ে একটি গল্পও বানাতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও