বছরজুড়েই পোশাকে নিরীক্ষা
প্রথম আলো
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ১২:৫১
২০১৯-এর ফ্যাশন ধারায় সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল পোশাক ও শাড়ির স্টাইলে বিশেষ পরিবর্তন। পোশাক ও শাড়িতে বিশেষ কোনো রঙের আধিপত্য ছিল না। তবে প্যাটার্ন, কাপড় ও নকশার পরিবর্তন ছিল চোখে পড়ার মতোই। শাড়ি, ব্লাউজ, কামিজ, দোপাট্টা, শার্ট—সব ধরনের পোশাকেই ছিল ফুলেল ছাপের (ফ্লোরাল প্রিন্ট) জয়জয়কার। এমব্রয়ডারি, ব্লকপ্রিন্ট বা হাতের কাজের মাধ্যমে পোশাকে ফুটে উঠেছে এই মোটিফ। এরপরেই ছিল ডোরাকাটা বা...