মাদক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে নাচ-গান, ২ পুলিশ ক্লোজড
আড়াইহাজারে মাদক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে দুই পুলিশের নাচ-গানের ঘটনায় ২ পুলিশকে ক্লোজড করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রবিবার রাতে জেলা পুলিশ এক আদেশের মাধ্যমে তাদের ক্লোজড করে। এরা হলেন, এস আই সজিব সরকার ও এ এস আই অজিত চন্দ্র বিশ্বাস। জানা গেছে, আড়াইহাজার উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী, একাধিকবার গ্রেফতার হওয়া ব্যাক্তির সঙ্গে একটি বাড়িতে গানের আসর বসিয়ে রাতভর নেচে গেয়ে ফুর্তিতে মেতে ছিলেন পুলিশের দুই অফিসার। মাদক ব্যবসায়ীর সঙ্গে বসে গান গেয়ে আনন্দের সঙ্গে এসআই সজীব সরকার নিজের ফেসবুকের আইডি থেকে লাইভও করে। লাইভে প্রচার হওয়ার কারণে বিষয়টি জানাজানি হয়ে যায়। এ নিয়ে আড়াইহাজার উপজেলায় ব্যাপক সমলোচনার ঝড় ওঠে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ১০টা থেকে ১২ পর্যন্ত চলে আড়াইহাজার উপজেলার কোনও একটি বাড়িতে নাচ ও গানের আসর। ভিডিওটিতে দেখা গেছে, একটি কক্ষে হারমনিয়াম নিয়ে গানের আসর চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.