কাজী শুভ। যার সঙ্গীত জীবনটা শুরু হয়েছিলো একটু ব্যতিক্রমভাবেই। ক্যারিয়ারের শুরুতে তবলার সঙ্গে ছিলো তার সখ্যতা। তবলায় আঙ্গুলের পরশ দিয়ে প্রশান্তি খুঁজলেও কণ্ঠে গান তোলার একটা ক্ষুধা বরাবরই কাজ করত তার। বাবারও ইচ্ছা ছিলো ছেলে গান করুক। সেই ইচ্ছা পূরণ এবং নিজের মনের ক্ষুধা থেকেই যুক্ত হন ‘দূরবীন’ ব্যান্ডের সঙ্গে। কণ্ঠে তুলে নেন ‘সোনা বউ’। গানটি প্রকাশের পরেই সেটি শোনার জন্য মরিয়া হয়ে উঠেন সঙ্গীত প্রেমিরা। এরপরে কাজী শুভ হয়ে উঠেন একজন পুরোদস্ত কণ্ঠ যোদ্ধা। একের পর এক উপহার দিয়েছেন জনপ্রিয় গান। গানের সাধনা করে যাচ্ছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম দিনে কাজী শুভ শ্রোতাদের জন্য উপহার দিচ্ছেন ‘কলঙ্ক’। হানিফ খানের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রাফি। সেলিম আহম্মেদের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মাহিন আওলাদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.