শত বছর ধরে আলো ছড়াচ্ছে বালুভরা আরবি স্কুল
ঢাকা টাইমস
বালুভরা আরবি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, বালুভরা, বদলগাছি, নওগাঁ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৮:১৯
৯০৬ সালের দিকে নওগাঁ অঞ্চলে প্রাতিষ্ঠানিক কোন বিদ্যাপীঠ ছিল না। কুসংস্কারে ভরা ছিল পুরো সমাজ ব্যবস্থা। শিক্ষিত লোকজনও ছিল হাতেগোনা। ঠিক সে সময় নওগাঁর বদলগাছী উপজেলায় ছোট যমুনা নদীর তীরে বালুভরা গ্রামে প্রতিষ্ঠা হয় ‘বালুভরা আরবি বিদ্যালয়’। শশীভূষণ চক্রবর্ত্তী নামে একজন শিক্ষানুরাগী একক চেষ্টায় গড়ে তুলেন এ বিদ্যালয়টি। ‘বালুভরা আরবি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ’ নামে নওগাঁ জেলার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়। শশীভূষণ নিজে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে বিনা পয়সায় শুরু করেন পাঠ দান। শুরুর দিকে কেবল পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা দেয়া হতো বিদ্যালয়টিতে।