জাহাঙ্গীর কবির নানক ত্যাগের পুরস্কার পেলেন জাহাঙ্গীর কবির নানক। তৃণমূলের একজন কর্মী থেকে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদে স্থান করে নিয়েছেন আশির দশকের ছাত্রনেতা বরিশালের এই কৃতি সন্তান। ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি আন্দোলনের অগ্রসৈনিক নানকের রাজনীতিতে হাতেখড়ি ১৯৬৯ সালে বরিশালের আছমত আলী খান (একে স্কুল) ইনস্টিটিউটে পড়ার সময়। ওই সময় স্কুল ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত নানক একই বছর একে স্কুল থেকে এসএসসি পাশ করে ব্রজমোহন (বিএম) কলেজে ভর্তি হন। পরে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি নির্বাচিত হন। ১৯৮১ সালে ছাত্রলীগের ব্যানারে বিএম কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.