শীত ধরেছে শ্রমের হাটে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ১৯:২৬
ফরিদপুরে তাপমাত্রার পারদ আরো নিচে নেমে গেছে। প্রচণ্ড শীতে কাঁপছে জেলার সর্বস্তরের মানুষ। বিশেষ করে কর্মহীন হয়ে পড়ছে শ্রমজীবীরা। শ্রমের হাটে তারা এলেও দর কষাকষি করে না কেউ। এ যেন শীত জাপটে ধরেছে তাদের। ফরিদপুরের আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুরুজুল আমিন জানান, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার ১০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। শহরের আলীপুর ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দুটি শ্রম বিক্রি হাটে গিয়ে দেখা গেছে, অলস হয়ে বসে আছেন শ্রমিকরা। সকাল থেকে বিকেল পর্যন্ত তারা থাকলেও কোনো ব্যক্তি জিজ্ঞেস করে না। এতে মন খারাপ করেই বাড়ি ফিরতে হচ্ছে তাদের। শ্রমিক মো. হাবিব, আওয়াল শেখ ও ছরোয়ার হোসেন জানান, শীতের কারণে তিনদিন ধরে কোনো কাজ পাচ্ছেন না তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বেকারত্ব
- শীতকাল
- শ্রমের হাট
- ফরিদপুর জেলা