কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মুগ্ধর ‘লোহার জুতো’ ভাঙার গল্প

রংপুরের মিঠাপুকুর উপজেলার শীতলগাড়ি গ্রামের মেয়ে মমতাজ বেগম বিথী। তার প্রথম সন্তান ৭ দিনের মাথায় মারা যাওয়ায় চাননি আর মা হতে। যদিও দুই বছর পর, ২০০০ সালের ৩০জুন দ্বিতীয় সন্তান জন্ম দেন। নবজাতক শিশুটিকে লাইফ সাপোর্টে রাখতে হয় ৪০ দিন। সন্তানের বয়স তিনে পৌঁছাতেই দুই পা বাঁকা হয়ে মুড়িয়ে যেতে শুরু করে। ডাক্তার পরিয়ে দেন লোহার জুতো। জানিয়ে দেন শুধু হাঁটা যাবে, দৌড়াতে গেলে বরণ করতে হতে পারে পঙ্গুত্ব। যার পৃথিবীতে আসাই ছিল ঝঞ্ঝাবিক্ষুব্ধতায় ভরা, খেলতে ছিল মানা, সেই ছেলেটিই আজ প্রবল সম্ভাবনাময় ক্রিকেটার, গতিময় পেস বোলার মুকিদুল ইমলাম মুগ্ধ। ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সের হয়ে বিপিএলে ১৯ বছরের এ তরুণ পেস-স্লোয়ারে ছড়িয়ে চলেছেন মুগ্ধতা। দুই হাঁটুতে সাতটি অস্ত্রোপচার নিয়েও মাঠে লড়ে যাওয়া মাশরাফী বিন মোর্ত্তজা এক বিস্ময়ের নাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন