![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/05/30/c407adb8f0b8dde047fa0ebef01b1124-5ceff413b18ad.jpg?jadewits_media_id=1443709)
নিবন্ধনধারী শিক্ষকদের কথা কেউ মনে রাখল না
সংক্ষুব্ধ রিটকারীরা বলছেন, তাঁদের সময় মেধাতালিকার ধারাটি না থাকায় তাঁরা অধিক নম্বরপ্রাপ্তির দিকে নজর দেননি। রিটকারী ১৭ হাজার নিবন্ধনধারী মনে করেন, তাঁরা এনটিআরসিএ কর্তৃক প্রতারিত হয়েছেন। আবার রিটের কারণেই বিষয়টা শৃঙ্খলার মধ্যে এসেছে। কিন্তু যাঁদের কারণে এনটিআরসিএর শৃঙ্খলায় ফেরা, তাঁরাই আজ দিকহারা। লিখেছেন নাহিদ হাসান