চোটের কারণে ছিটকে গেলেন চাহার
ঢাকা টাইমস
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৮
চোট সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার। ফিটনেস সমস্যার কারণে বেশ কিছুদিন ধরেই দলের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাহ। একই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল থেকে ছিটকে গিয়েছেন ওপেনার শিখর ধাওয়ান ও পেসার ভুবনেশ্বর কুমার। এবার সেই তালিকায় যুক্ত হল দীপক চাহারের নাম। বুধবার বিশাখাপত্তনমে বোলিং করার সময় পিঠে চোট পেয়েছিলেন ভারতীয় পেসার। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করে জানায়, আপাতত চাহারের বিশ্রামের প্রয়োজন। সম্পূর্ণ ঠিক হতে কয়েকদিন সময় লাগবে। সেই কারণেই শেষ ম্যাচে তাঁকে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর পরিবর্ত হিসেবে নভদীপ সাইনিকে দলে নেওয়া হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে নজর কেড়েছিলেন চাহার। মাত্র সাত রানে ছ’টি উইকেট নিয়ে প্রচারের আলো কেড়ে নিয়েছিলেন তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| ভারত
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে