স্বর্ণের ভরি ৫৯ হাজার টাকা
সমকাল
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ২০:৩৮
আরও এক দফা বেড়েছে দেশের বাজারে স্বর্ণের দর। এ যাত্রায়ও ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়েছে এখাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দর বৃদ্ধির ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ালো ৫৯ হাজার ১৯৫ টাকা। এত দিনের দর ছিল ৫৮ হাজার ২৮ টাকা। বৃহস্পতিবার থেকেই বাজারে নতুন দর কার্যকর হচ্ছে। এবার দর বৃদ্ধির পেছনে টাকার বিপরীতে ডলারের শক্তিশালী অবস্থানকে দায়ী করা হয়েছে। বুধবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশি মুদ্রার বিপরীতে বিদেশি মুদ্রার দর বৃদ্ধি পাওয়ায় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দর বেড়েছে। এ কারণে দর সমন্বয়ে বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের নির্বাহী কমিটি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বাড়ল
- স্বর্ণের দাম
- ঢাকা