আইক্লাউডে ভুল করে ফাইল মুছে গেলে
প্রথম আলো
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১১:০০
অ্যাপলের যন্ত্রে প্রাথমিক অনলাইন স্টোরেজ সমাধান হলো আইক্লাউড। আইক্লাউড থেকে কোনো ফাইল ভুল কিংবা ইচ্ছা করে মুছে ফেলার পর ৩০ দিন পর্যন্ত পুনরুদ্ধার করার সুযোগ থাকে। আইক্লাউডে কোনো ফাইল পুনরুদ্ধার করতে হলে— ১. ম্যাক, আইপ্যাড বা অন্য যেকোনো অ্যাপলের যন্ত্রে ওয়েব ব্রাউজার খুলুন।২. আইক্লাউড ডটকমে ঢুকে অ্যাপল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করুন।৩. লগ-ইন হয়ে গেলে ওপরের দিকে অ্যাকাউন্টের নামের নিচে থাকা Account Settings-এ ক্লিক করুন।৪. Advance অংশ খুঁজে নিয়ে Restore Files-এ ক্লিক করুন।৫. আইক্লাউড থেকে সম্প্রতি মুছে ফেলা সব ফাইল না দেখানো পর্যন্ত অপেক্ষা করুন।৬. এখানে পৃথক ফাইল নির্বাচন করুন বা All চেকবক্স নির্বাচন করে সব ফাইল নির্বাচন করুন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ফাইল ডিলেট করা
- আইক্লাউড
- অ্যাপল
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে