![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2019May/sm/20180415_13414320191213150649.jpg)
রক্তের বাঁধন ছিন্ন করতে পারেনি কাঁটাতারের বেড়া
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:০৭
ঠাকুরগাঁও: কাঁটাতারের বেড়া দু’দেশকে ভাগ করলেও রক্তের বাঁধন ছিন্ন করতে পারেনি। দেশ ভাগের পর আত্মীয় স্বজনরা দুদেশে ছড়িয়ে পড়ে। সারাবছর কেউ কারও সঙ্গে দেখা করতে পারেন না। অপেক্ষায় থাকেন ‘পাথর কালি মেলা’র জন্য।