নাগরিকত্ব প্রমাণ হয় না আধার কার্ডে, বলল মুম্বইয়ের আদালত
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:১৫
nation: জ্যোতি গাজি ওরফে তাসলিমা রোবিউল পাসপোর্ট আইন এবং বৈদেশিক আইন অনুসারে জাল পাসপোর্ট ও অন্য নোথি পেশ করার অভিযোগে দোষী প্রমানিত হন। আদালতের তরফে স্পষ্ট জানানো হয় যে, প্যান কার্ড, আধার কার্ড অথবা সেল ডিডের মত নথি কখনই যথেষ্ট নয় নাগরিকত্ব প্রমাণের জন্য।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আধার কার্ড
- নাগরিকত্ব বিল
- ভারত