নাগরিকত্ব বিলের প্রতিবাদে ফুঁসছে মেঘালয়, মোবাইল-ইন্টারনেট বন্ধ
এনটিভি
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৪০
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আসামের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যেও চলছে বিক্ষোভ। এ ছাড়া আজ শুক্রবারসহ টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে মোবাইল ও ইন্টারনেট সেবা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। এদিকে চলমান বিক্ষোভের মধ্যেই গতকাল বৃহস্পতিবার বিলে সই করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শিলং থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, অন্তত দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কেনাকাটার মূল জায়গা পুলিশ বাজারের দোকানপাটও বন্ধ। আরেকটি ছবিতে দেখা গেছে, শহরের প্রধান সড়কে মশাল নিয়ে মিছিল করা হচ্ছে। এদিকে নাগরিক সংশোধনী বিলকে ঘিরে গুজব না ছড়ানোর জন্য টুইটবার্তায় আহ্বান জানিয়েছে মেঘালয়
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে