You have reached your daily news limit

Please log in to continue


কে কী বলল, তাতে কিছু যায় আসে না: শাকিব খান

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দুস্থ শিক্ষার্থী আর অনাথ শিশুদের সহায়তার জন্য বিচিত্রানুষ্ঠান আয়োজন করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের নওদা এলাকার পশ্চিম ত্রিমোহনী ঝাঁঝরা ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। আজ বৃহস্পতিবার সকালে ফেসবুকে শাকিব খানের ভেরিফায়েড পেজে তাঁর নতুন ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। ছবির নাম ‘বীর’। তা নিয়ে হোয়াটসঅ্যাপে কথা হলো বাংলাদেশের চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়কের সঙ্গে। কোথায় আছেন?মুর্শিদাবাদে। হোটেলে আছি। গতকাল এখানে একটা অনুষ্ঠানে অংশ নিয়েছি। আমার সঙ্গে ভারতের বাংলা ছবির নায়িকা শ্রাবন্তীও ছিলেন। সেখানে দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন?অনেক দর্শক ছিলেন। সবাই খুব উপভোগ করেছেন। ‘শিকারী’ ছবিটি মুক্তির পর সেখানকার মানুষের মধ্যে আমাকে নিয়ে উন্মাদনা দেখেছি। এবার তাঁদের কাছে যাওয়ার সুযোগ পেলাম। আপনি ভারতে নিয়মিত অনুষ্ঠান করছেন?যখন থেকে এখানে বাংলা ছবিতে অভিনয় করছি, তখন থেকে এ ধরনের অনুষ্ঠানে অংশ নিই। এখানে শিল্পীরা কিন্তু এমন অনুষ্ঠানকে খুব গুরুত্ব দেয়। কারণ, এর মধ্য দিয়ে দর্শকদের খুব কাছাকাছি যাওয়া যায়। সবার সঙ্গে নতুন করে যোগাযোগ হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন