![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2019%2F12%2F11%2Fbhairab_manobadhikar.jpg%3Fitok%3DoZvI9OI-)
ভৈরবে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত
এনটিভি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:৩০
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ভৈরবে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ আঞ্চলিক শাখা এ কর্মসূচিরর আয়োজন করে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে ভৈরব বাজার ছবিঘর শপিং কমপ্লেক্সের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার সামনে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংগঠনের সভাপতি শাহনেয়াজ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডা. মো.
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিশ্ব মানবাধিকার দিবস
- ভৈরব