You have reached your daily news limit

Please log in to continue


কর দিতে হয়রানির শিকার হলে অভিযোগ দিতে বললেন অর্থমন্ত্রী

কর দিতে কোনো ধরনের হয়রানির শিকার হলে অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ভ্যাটদাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার দরজা সব সময় আপনাদের জন্য খোলা। কর প্রদানে কেউ হয়রানি করলে সরাসরি আমার কাছে অভিযোগ করুন। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এ প্রতিশ্রুতি আমি আপনাদের দিচ্ছি। মঙ্গলবার রাতে শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৯ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আমরা কারো ওপর কর চাপিয়ে দেয়নি। আমরা ট্যাক্সটাকে স্বাচ্ছন্দ্য করেছি। যাতে করে সবাই কর দিতে পারেন। আমাদের যা সম্পদ রয়েছে এটির যথাযথ ব্যবহার করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাব। সবাইকে কর দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ি-গাড়ি, টাকা-পয়সা কার জন্য করছেন? আপনার নাতি-নাতনি, ছেলে-মেয়ের জন্য। যদি কোনোদিন রাজস্ব কর্মকর্তা গিয়ে প্রশ্ন করেন কোথা থেকে আসলো বাড়ি-গাড়ি, টাকা পয়সা। কী উত্তর দেবেন? আপনি আপনার ছেলে-মেয়ের কাছে ছোট হয়ে যাবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন