‘তলাবিহীন ঝুড়ি’ থেকে কোথায় দাঁড়িয়ে আজকের অর্থনীতি
আর কয়েকদিন পরই ডিসেম্বরের ১৬ তারিখ। আমাদের গৌরবের বিজয় দিবস। ১৯৭১ সালের এ মাসেই আমাদের মাতৃভূমি সম্পূর্ণ শত্রুমুক্ত হয়। বাঙালির নতুন যাত্রা শুরু হয়। কত বছর হল? ১৯৭১ সাল থেকে ২০১৯ সাল। ৪৮ বছর, দু’বছর কম অর্ধশতাব্দী। যে কোনো দেশের উন্নতি-অবনতি, ভালো-মন্দ বিচারের জন্য অনেক সময়। এই নিরিখে যদি বিচার করি তাহলে আমাদের অগ্রগতি অসামান্য। পাকিস্তানিরা বলত, স্বাধীন হলে তোমরা খাবে কী? পাট, চা ও চামড়া এই তিন পণ্য রফতানি করে কি তোমাদের ভাত-কাপড় হবে?