ডিমের কুসুমের রঙে কী আসে যায়?
সুস্থ থাকতে প্রতিদিন একটি করে ডিম খান। ডিমে আছে ভিটামিন, প্রোটিন ও শরীরের জন্য উপকারী চর্বি উপাদান। তাই ডিম যেন থাকে আপনার খাদ্যতালিকায়—এমনটাই বলেন পুষ্টিবিদ ও চিকিৎসকেরা।সে আপনি যেভাবেই খান না কেন। সেদ্ধ হোক, ভাজা হোক—যেকোনো উপায়েই ডিম পুষ্টিকর। তবে সব সময় কি ডিমের কুসুম এক রকম রঙেরই হয়? না, কিছু ডিমের কুসুম হয় গাঢ় কমলা রঙের, কিছু হয় হলুদাভ, আবার কোনো কোনোটা হয়তো একটু ম্যাটমেটে। আমাদের কখনো কি মনে হয়, কেন এমনটা হয়? ডিমের কুসুম কি মুরগিটি সম্পর্কে কোনো ধারণা দেয় অথবা এর ওপর কি নির্ভর করে পুষ্টিগুণের পরিমাণ? কেউ কেউ বলেন, ডিমের কুসুমের রং ও আকৃতি আপনাকে মুরগির স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেবে। সাধারণভাবে বলা হয়, কুসুম যদি গাঢ়, শক্ত ধরনের ও গোলাকার হয়, বুঝতে হবে, মুরগিটি বেশ স্বাধীন ছিল। সে ঘুরে ঘুরে নিজের খাবার খুঁজে খেয়েছে। এবং নানান ধরনের খাবার খেয়ে বড় হয়েছে। অন্যদিকে, হালকা হলুদ রঙের কুসুমের মানে হলো মুরগিটি খুব স্বাস্থ্যকর জীবনযাপন করত না।
- ট্যাগ:
- লাইফ
- রঙ
- ডিমের কুসুম