অটোমেশনের ফলে চাকরি হারাবে ৫ জনের ২ জন
বিশ্বজুড়ে শিল্পায়নে যোগ হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। নিত্য নতুন এসব প্রযুক্তির কারণে পাল্টে যাচ্ছে কাজের ধরন ও গতি। দেশকে উন্নত করতে ও বিশ্ববাজারে টিকে থাকতে শিল্পে প্রযুক্তির বিকল্প নেই। তবে শিল্প খাতে অটোমেশনের (স্বয়ংক্রিয়করণ) ফলে দেশের তৈরি পোশাক, কৃষি, ফার্নিচার, পর্যটন ও চামড়া খাতে প্রতি পাঁচজনে দুইজন শ্রমিক চাকরিচ্যুত হবেন বলে গবেষণায় উঠে এসেছে। পাশাপাশি প্রযুক্তির আগমনের সঙ্গে সঙ্গে দেশ দক্ষ জনশক্তি তৈরিতেও এগিয়ে যাচ্ছে বলে মত সংশ্লিষ্টদের। তাদের মতে, শিল্পে অটোমেশনের ফলে যেমন চাকরি হারানোর ভয় রয়েছে, তেমনি প্রযুক্তি কাজে লাগাতে পারলে নতুন নতুন কর্মক্ষেত্রও তৈরি হবে। শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্যবসায়ী সংগঠন ডিসিসিআই আয়োজিত ‘আগামীর দক্ষ জনশক্তি’ শীর্ষক এক সেমিনারে এসব কথা জানান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে নিরসল কাজ করে যাচ্ছে সরকার। দেশের মঙ্গলে শিল্পে দিয়ে যাচ্ছে বিভিন্ন সুযোগ। অর্থনৈতিক বৃদ্ধিতে ধারাবাহিকতা রাখতে পারলে আমরা আগামীতে উন্নত দেশের স্বপ্ন দেখতেই পারি।