রহস্য বেশি, রোমাঞ্চ কম

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:৪৫

বাংলা ছবিতে ‘ট্রেজ়ার হান্ট’ এখন খুবই লোভনীয় বিষয়। এখনও অবধি বছরের সবচেয়ে বড় হিট এমনই একটি ছবি। তাই সাহিত্যের গণ্ডি ছাড়িয়ে ‘যকের ধন’-এর সিকুয়েল ‘সাগরদ্বীপে যকের ধন’-এ এমন কিছু দেখাতেই হত, যা আগে দর্শক দেখেননি। ভিসুয়াল, ভিএফএক্স, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান... পরিধি বড় করতে করতে পরিচালক সায়ন্তন ঘোষাল থেমেছেন কল্পবিজ্ঞানের দোরগোড়ায়। ছবির শেষে তাই কিছু প্রশ্ন উঠতে পারে। তা বাদ দিলে ডাইলুটেড রেড মার্কারির সন্ধানে বিমল (পরমব্রত), কুমার (গৌরব) ও রুবি চ্যাটার্জির (কোয়েল) সাগরদ্বীপে অভিযান মন্দ নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও