You have reached your daily news limit

Please log in to continue


চীনের উইগুর নিয়ে মুসলিম দেশগুলো চুপ কেন?

চীনের ‘পুনঃশিক্ষাদান' কেন্দ্রগুলোতে ১০ লাখেরও বেশি উইগুর মুসলিমকে রাখা হয়েছে বলে ধারণা করা হয়৷ এই ক্যাম্পগুলোকে তুলনা করা হয় আধুনিক যুগের কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে৷ শুধু বসবাসের অযোগ্য স্থান নয়, উইগুরদের নিয়মিত নির্যাতন করা হয় বলেও অভিযোগ রয়েছে৷ যাদেরকে শেষ পর্যন্ত মুক্তি দেয়া হয়, পরিবারের ওপর কড়া নজরদারির কারণে তারা বাকি জীবনও বলতে গেলে বন্দি অবস্থাতেই কাটান৷ জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক সুজানে শ্র্যোটার মনে করেন, চীনের কমিউনিস্ট সরকার রাষ্ট্রীয় নীতি গ্রহণে এমন করেই নির্যাতনের পথ বেছে নেয়৷ পড়ুন সাক্ষাৎকার৷ ডয়চে ভেলে: জিনজিয়াং-এ উইগুরদের ওপর নজরদারি ও পুনঃশিক্ষার নামে কেমন নির্যাতন চালানো হয়, তা কেবলই সবাই জানতে শুরু করেছে৷ চীনের এমন নীতিকে আপনি কিভাবে দেখেন? শ্র্যোটার: চীনের সরকার খুবই কর্তৃত্বপরায়ণ এবং বিরোধী মত যে-কোনো উপায়ে দমন করতে চায়৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন