বিয়ের পাঁচ মাস পর আবারো টিভি নাটকে অভিনয় করছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঈশানা। অস্ট্রেলিয়াতে ‘মন দরজা’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন বলে জানান তিনি। এ নাটকে আরো অভিনয় করছেন নিলয় ও নাদিয়া আহমেদ। আকিদুল ইসলাম রচনায় নাটকটি নির্মাণ করছেন লিটু করিম। চলতি বছরের শুরুর দিকে বিয়ের পিঁড়িতে বসেন ঈশানা। পাত্র সারিফ চৌধুরী। থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। সারিফ চৌধুরী ছুটিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তার কিছুদিন পরেই ঈশানাকে নিয়ে পাড়ি জমান অস্ট্রেলিয়াতে। বর্তমানে স্বামীর সঙ্গে এ অভিনেত্রী সেখানেই বসবাস করছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, আমার স্বামীর উৎসাহে এ নাটকে অভিনয় করছি। বিয়ের পর এটাই আমার প্রথম নাটক। নতুন পরিবারে এসেও সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। সবাই খুব আন্তরিকভাবে আমার কাজকে উৎসাহ দিচ্ছেন। এছাড়া অনেক দিন পর সহকর্মীদের পেয়ে ভীষণ ভালো লাগছে। এ অভিনেত্রী আরো বলেন, আমি সত্যি বলতে কখনো অভিনয় ছাড়তে পারবো না। অভিনয়ে নিয়মিত না থাকলেও এভাবে মাঝে মধ্যে দর্শক আমাকে দেখতে পাবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.