You have reached your daily news limit

Please log in to continue


মিথ্যা সহ্য করতে পারি না: চাঁদনী

চাঁদনী। অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী। এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক 'ঘুমন্ত শহরে'। এ নাটক, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-'ঘুমন্ত শহরে' নাটকের গল্প, চরিত্র ও নির্মাণ আপনার কাছে কতটা ভিন্নধর্মী মনে হয়?যে কোনো কিছুই নির্মাণের চেয়ে তা কীভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটি আমার কাছে জরুরি। এ ধারাবাহিকে বর্তমান সময়ের জীবনযাত্রা ফুটে উঠেছে। তবে সেটি সংলাপ রচয়িতা মাতিয়া বানু শুকু এবং কাহিনিকার ও পরিচালক নজরুল ইসলাম রাজু নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করছেন। সে জন্য দীর্ঘ ধারাবাহিকটি অনেক দর্শক পছন্দ করেছেন বলে জানিয়েছেন। নাটকের চরিত্রগুলো দেখলেই যে কারও ভীষণ পরিচিত মনে হবে। সর্বোপরি চেনা প্রেক্ষাপটে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টাই নাটকটিকে আলাদা করেছে।এ নাটক ছাড়া আপনাকে অন্য কোনো মাধ্যমে অভিনয়ে দেখা যাচ্ছে না। বাছবিচারের কারণেই কি কম কাজ করছেন?আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, এটা সত্যি। তবে শুধু বাছবিচারের জন্যই যে কাজ কম করছি, বিষয়টি তেমনও নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন