You have reached your daily news limit

Please log in to continue


টাকা ভাগাভাগি নিয়ে নারায়ণগঞ্জে যুবক নিহত

মেঘনা নদী থেকে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারায়ণগঞ্জের  সোনারগাঁও উপজেলায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু ম-ল জানান।নিহত মো. জাকির হোসেন (৩২) একই ইউনিয়নের টেকপাড়া আমিরাবাদ গ্রামের আরজ আলীর ছেলে। আহত পাঁচজনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।  এলাকাবাসীর বরাতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন ও নূর মিয়ার ছেলে আমির হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করছে ।এ সিন্ডিকেটের বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে রোববার রাতে নবী হোসেনের দলের সঙ্গে আমির হোসেনের অনুসারীদের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের সংঘর্ষে জড়ায়। এ সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। পরে আহতদের মধ্যে আমির হোসেনের অনুসারী জাকির হোসেনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।  নিহত জাকির হোসেনের বড় ভাই মনির হোসেন বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন ও আইয়ুব আলী মেম্বারের ছেলে সিরাজের নেতৃত্বে তার ভাইকে হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।এ বিষয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন