তারা একসঙ্গে থাকতে পারবেনা, আবার আলাদা হয়ে যাওয়াটাও সম্ভব নয়। ঘৃণা, প্রেম ও প্রতারণার মিশেলে তাদের সম্পর্ক বন্ধুর অথচ অটল। ছবির নাম ‘রবিবার’।