জনগণের দ্বারা, জনগণের জন্য জনগণের শাসন কোথায়

দেশ রূপান্তর চিররঞ্জন সরকার প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ১০:০৩

জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। শুনতে ভালো। কিন্তু আমাদের দেশে এটা ক্রমেই তামাশায় পরিণত হচ্ছে। অনেকে বলছেন : এ সবই হচ্ছে ঘোড়ার আণ্ডা, নামে আছে কাজে নেই! আমাদের দেশে ‘জনগণের শাসন’-এর নামে বাহুবল, বাক্যবল আর বিত্তবলের নির্লজ্জ, নৃশংস তাণ্ডব চলে। তাতে ‘শান্তির ললিতবাণী’ এতটাই ব্যর্থ পরিহাস শোনায় যে তার সামনে আত্মনিন্দুক বাঙালির ‘ডার্ক হিউমার’-ও স্তব্ধ হয়ে থাকে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও