![](https://media.priyo.com/img/500x/https://www.anandabazar.com/polopoly_fs/1.1077619!/image/image.jpg)
উৎসব শেষ, ফের ধাক্কা গাড়ি বিক্রিতে
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০২:৩৮
নভেম্বরে টাটা মোটরসের মোট গাড়ি বিক্রি এক বছর আগের তুলনায় ২৫.৩২% কমেছে। মহীন্দ্রার ৯%। দেশে হোন্ডা কারসের তা কমেছে ৫০.৩৩%। মারুতি-সুজুকির ধাক্কা তুলনায় কম, ১.৯%। হুন্ডাইয়ের সার্বিক বিক্রি অবশ্য ৭.২% বেড়েছে।