কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নোয়াখালীতে বিদেশি নাগরিককে হেনস্থা, এসআই ক্লোজড

মানবজমিন প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

কোম্পানীগঞ্জ থানার এসআই শিশির কুমার বিশ্বাসকে নোয়াখালী পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। আরব আমিরাতের নাগরিক আলী আহামেদ কে হেনস্থার মাধ্যমে ২ দুবাই প্রবাসীকে ভয়-ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণ ও বিমানের টিকিট হাতিয়ে নেয়ার অভিযোগে এএসআইকে  ক্লোজ করা হয়েছে। রোববার বিকেলের দিকে নোয়াখালীর পুলিশ আলমগীর হোসেন নোয়াখালী পুলিশ লাইনে তাকে ক্লোজ করার নির্দেশ দেন। ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, এর আগে গত ২৮শে নভেম্বর রাতে এসআই শিশির প্রবাসীর বাসায় ঢুকে আরব আমিরাতের নাগরিক আলী আহামেদকে অশালীন কথা বলেন। এক পর্যায়ে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের গ্রেপ্তারের হুমকি দেন। পরে এসআই শিশিরকে ১২ হাজার টাকা দিলে তিনি চলে যান। এরপর বিষয়টি জেলা পুলিশ সুপারের কাছে জানালে তিনি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মো. আবদুর রহিমকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে নোয়াখালীর পুলিশ সুপার অভিযুক্ত (এসআই)’র বিরুদ্ধে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও