জয়পুরহাটে ৬ কোটি টাকার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস
মানবজমিন
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০
জয়পুরহাটে ২০ বিজিবি ব্যাটালিয়নের জব্দ করা ৬ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল দুপুরে বিজিবির উদ্যোগে ব্যাটালিয়ন চত্বরে মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়ে মাদক ধ্বংসে অংশ নেন বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল সোহরাব হোসেন ভূঁইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২০ বিজিবি’র কমান্ডার লে. কর্নেল রাশেদ মো. আনিসুল হক, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন, জয়পুরহাট র্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলামসহ বিভিন দপ্তরের প্রধানরা এবং সংবাদকর্মীরা। অনুষ্ঠানে গত এক বছরে বিজিবি’র জব্দ করা ৬ কোটি টাকারও বেশি মূল্যের মদ, গাঁজা, বিয়ার, ফেন্সিডিল, অ্যাম্পুল ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মাদক ধ্বংস
- জয়পুরহাট
- দিনাজপুর