কমলগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
‘রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে কমলগঞ্জের ইসলামপুরে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় ইসলামপুর পদ্মা মেমোরিয়্যাল পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মনিলাল সিংহের স্মরণে আয়োজিত রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ নুরুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বশির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামা কান্ত সিংহ, প্রয়াত শিক্ষক মণিলাল সিংহের সহধর্মীণি জয় লক্ষী সিনহা, দৈনিক মানবজমিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজু। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রয়াত শিক্ষকের বড় ছেলে ধ্রুবজ্যোতি সিংহ, ২০০৭ এর ব্যাচের শিক্ষার্থী আশিকুল আরেফিন, ইজাজুল হক। পরে বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের হাতে কলম ও ফাইল তুলে দেন অতিথিরা। ক্যাম্পেইনে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।