অনামিকা চৌধুরীকে নিয়ে তার মা এসেছেন সাইকিয়াট্রিস্টের চেম্বারে। সঙ্গে বড় ভাই এসেছে কিন্তু ভাইয়ের সামনে সব বলা যাবে না; তাই ভাইকে তারা বাইরে বসিয়ে এসেছেন।