‘ষড়যন্ত্র’ শব্দটি দিন দিন মামুলি হয়ে যাচ্ছে
‘ষড়যন্ত্র’ শব্দটি শুনলে একদিকে যেমন পিলে চমকে ওঠে, অন্যদিকে আবার মানবসভ্যতার সঙ্গে এর সম্পৃক্ততার কথাটাও ভোলা যায় না। ভোলা যায় না বলেই হয়তো এ ষড়যন্ত্রকে নিয়ে গড়ে উঠেছে ‘ষড়যন্ত্র তত্ত্ব’। ‘মানবসভ্যতার শুরু থেকে, আরও পরিষ্কার করে বললে, মানুষ যেদিন বন-জঙ্গল-গুহা থেকে বেরিয়ে এসে সমাজে বাস করা শুরু করল সেদিন থেকে ধর্মীয়, রাজনৈতিক, বৈজ্ঞানিক যেসব ঐতিহাসিক বিষয় ও ঘটনা আমাদের সভ্যতাকে আজকের এ অবস্থায় এনে দাঁড় করিয়েছে, তার অনেকগুলোই মীমাংসিত আর অনেকগুলো রহস্যের চাদরে মোড়ানো।