You have reached your daily news limit

Please log in to continue


বেরোবিতে অনলাইনে চয়েস ফরম পূরণ রোববার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী রোববার (২৪ নভেম্বর) থেকে অনলাইনে চয়েস ফরম পূরণ করতে পারবেন। চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। বিভাগ বরাদ্দ দিয়ে তালিকা প্রকাশ হবে ২৮ নভেম্বর। সাক্ষাৎকার ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ২ ও ৩ ডিসেম্বর। শূন্য আসনের বিপরীতে বিভাগ ভিত্তিক দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে ৫ ডিসেম্বর। সাক্ষাৎকার ও ভর্তির সময় যেসব কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে: উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট/প্রশংসা পত্র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ট্রান্সক্রিপ্টের ফটোকপি (প্রতিটির ৩ কপি করে)। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে ব্যবহৃত ছবির অনুরূপ) ভর্তির সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। অনলাইনে পূরণকৃত চয়েস ফরমের প্রিন্টকপি (রঙিন) উল্লেখ্য, গত ১০ থেকে ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ছয়টি অনুষদের ২১ বিভাগের ১ হাজার ৩১৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৭ হাজার ৭২৪ জন ভর্তিচ্ছু। এর মধ্যে উত্তীর্ণ হন ২০ হাজার ৭২০ জন। সবচেয়ে পাসের হার কম ছিল ‘ই’ ইউনিটে। এতে মাত্র ৩ শতাংশ শিক্ষার্থী পাস করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন