![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/22/8a6b83b635ac3279ad865928948028f2-5dd7efb580083.jpg?jadewits_media_id=1487426)
নিজের দুর্বলতাকে বিশ্বাস কোরো না, ইনস্টাগ্রামে পূর্ণিমা
প্রথম আলো
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ২০:২৩
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকারা প্রতিদিন ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। নিজেদের নানা খবর শেয়ার করেন। এর মধ্য দিয়ে তাঁরা ভক্তদের আরও কাছে পৌঁছে যেতে চান। ভক্ত আর অনুসারীরাও সেসব খবর পেয়ে আপ্লুত হন। দেশি ও বিদেশি তেমনি কিছু তারকার ছবি ও তথ্য দেওয়া হলো এখানে।