দলিত-হরিজন-ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কান্না শুনবে কে?
রংপুর সিটি করপোরেশন মার্কেটের সামনের রাস্তা। ভোর সাড়ে ৫টা। আমরা খুঁজছিলাম পরিচ্ছন্নতাকর্মী—দলিত-হরিজন সম্প্রদায়ের মানুষ। তাদের কাজ করার ছবি তুলবো। কিন্তু ভোর সাড়ে পাঁচটার আগেই তাদের কাজ শেষ। কবিতা নামের এক পচ্ছিন্নতাকর্মী বললেন, আজানের আগে এলে তাদের পাওয়া যাবে। তাই পরদিন হাজির...