![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2019/Nov/17/1573989501594.jpg&width=600&height=315&top=271)
শিশু আলীজাকে বাঁচাতে‘টুকরো হাসি’র প্রচেষ্টা
বার্তা২৪
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯, ১৭:১৮
তাহরীম আহমেদ আলীজা। বয়স মাত্র ১৩ দিন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গত ৪ নভেম্বর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার জন্ম। জন্মের পর থেকে নি:শ্বাস নিতে পারছিল না আলীজা।