‘নগণ্য’রা নগণ্য নন
যে রিকশায় বাড়ি ফিরছিলাম, তার চালকের সঙ্গে কথা হচ্ছিল না। সাধারণ রিকশায় উঠে বসার পর থেকেই কথা শুরু করি। দুনিয়ার হাল-হকিকত জানতে তারা খবরের ভালো উৎস। এমনকি দেশ ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে, মানুষের মুখের হাসি কতোটা প্রশস্ত, এই খবরটিও তাদের কাছ থেকে জানা যায়। দুয়েকবার রিকশাচালকের গ্রামের...