![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/12/def89d66984afb309fa3540d6edfd4c4-5dca2b273ec78.jpg?jadewits_media_id=1484599)
শাইল সিন্দুর খালে মাছ ধরার উৎসব
প্রথম আলো
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯, ০৯:৪৫
কার্তিক মাসের শেষের দিকে খালবিলে পানি শুকাতে থাকে। এ সময়টা মাছ ধরার মোক্ষম সময়। আশপাশের কয়েক গ্রামের মৎস্যপ্রেমীরা একত্র হয়ে খালবিলে নেমে মাছ ধরেন। কেউ একটা বড় মাছ ধরতে পারলেই চিৎকারচেঁচামেচি করে সবাইকে জানান দেন। পুরো দিনটিতে মৎস্যপ্রেমীরা উৎসবে মেতে ওঠেন। টাঙ্গাইলের সখীপুরের উত্তর দিকের শেষ সীমান্তে শাইল সিন্দুর খালে এভাবেই মাছ ধরার উৎসব চলছে। গত শনিবার থেকে এ উৎসব শুরু হয়েছে। আজ...
- ট্যাগ:
- বাংলাদেশ
- মাছ ধরার উৎসব
- টাঙ্গাইল