রবীন্দ্রনাথের সিলেটযাত্রায় হাসন রাজা ও সৈয়দ মুজতবা আলী
১৯১৯ সালের অক্টোবর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটে আসেন। আর নিয়ে যান হাসন রাজার থেকে প্রেরণা এবং মণিপুরী নৃত্যনাট্য। সৈয়দ মুজতবা আলীর জীবনের গতিপথ বেঁকে যায় শান্তিনিকেতনের দিকে। ঘটনাবহুল সেই ‘ঘটনা’ নিয়ে লিখেছেন চৌধুরী মুফাদ আহমদ